সর্বশেষঃ

ভোলার ভেলুমিয়ায় বিনামূল্যে দিনব্যাপি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার ভেলুমিয়ায় দিনব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভেলুমিয়া ইউনিয়নের খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে ১৮০জন রোগিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রবিবার (১৯ মে) পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ক্যাম্পের আয়োজন করে। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগন চিকিৎসা সেবা প্রদান করেন।
চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ১৮০ জনকে চিকিৎসা সেবা প্রদান ও তাদের মধ্যে ১৮ জন ছানি রোগীর বিনামূল্যে অপারেশন জন্য বাছাই করা হয়েছে। ক্যাম্পে সার্বক্ষনিক তদারকি করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা) মোঃ মিঠুন মন্ডল ও কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মোঃ মাসুম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন মো: ইমরান হোসেন, সুব্রত রয় সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) এবং সিএনএইচপি ভেলুমিয়া প্রকল্প ইউনিটের সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।