সর্বশেষঃ

ভোলায় মৎস্যজিবী পরিবারের বেকার যুবদের দক্ষতা উন্নয়নে ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় মৎস্যজীবি পরিবারের বেকার যুবদের দক্ষতা উন্নয়নে ১৫দিন ব্যাপী ওমানিয়ান টুপি সেলাইর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মৎস্য অধিদপ্তরাধিন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটের কারিগরি সহযোগিতায় মৎস্য অধিদপ্তর ও এসডিএফ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিএফ এর আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক কর্মকর্তা মোঃ শিরাজুল ইসলাম, রিজজিওনাল কো ম্যানেজম্যান্ট এক্সপার্ট মোঃ আলিম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাধন চন্দ্র পাল। অনুষ্ঠান শেষে ৫০জন প্রশিক্ষানার্থীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।