লালমোহনে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ মাথায় সিলিং ফ্যান পড়ে ভোলার লালমোহনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসলি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ইলেকট্রিশিয়ান মোঃ হোসেনের একমাত্র মেয়ে সামিয়া আক্তার নিজ বাড়িতে শয়নকক্ষে বিশ্রাম নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্কুল ছাত্রী সামিয়া আক্তারকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় এম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাতে মারা যায় সামিয়া। রবিবার সকাল ৯টায় শিশু সামিয়ার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক হয়ে ওঠে হোসেনের বাড়ি। সামিয়ার বাবা হোসেন ও মা একমাত্র সন্তানকে হারিয়ে মূর্চা যাচ্ছেন বারবার।
সামিয়া বাড়ির পাশেই আসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, শনিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে খাটের উপর শুয়ে থাকে সামিয়া। এসময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফ্যানের জয়েন্ট পুরনো হয়ে যাওয়ায় তা খুলে গেছে বলে তিনি জানান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ওই শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।