সর্বশেষঃ

তোফায়েল আহমেদসহ বিভিন্ন মহলের শোক

ভোলা বারের পিপি এডভোকেট আশরাফ হোসেন লাভুর মৃত্যু

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা বারের বিজ্ঞ আইনজীবী, পিপি, জেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার শহরের যুগীরঘোল এলাকায় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা বারের আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বশীর উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক লিটু, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক এম এ তাহের, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস-উল-আলম মিঠু, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানসহ ভোলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।