দৌলতখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনজুর আলমের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
মোঃ আরিফ, মেদুয়া প্রতিনিধি ॥ দৌলতখানের মেদুয়া ইউনিয়নে দৌলতখান উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম খানের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মেদুয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই নির্বাচনী প্রচারণার পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মেদুয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও মেদুয়া ইউনিয়ন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজুর আলম।
পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনজুর আলম খান। আরো বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা আওয়ামিলীগ নেতা হাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম নবী নবু, মেদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো: মোস্তফা মেম্বারসহ দৌলতখান উপজেলা আওয়ামিলীগ ও মেদুয়া ইউনিয়নের আওয়ামিলীগ নেতৃবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনজুর আলম খান বক্তব্যে বলেন, আমি ১০ বছর সৎ ও নিষ্ঠার সাথে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এবার ও আপনাদের ভোটে জয়ী হয়ে আমি আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। সর্বশেষ সবার কাছে দোয়া চেয়ে নির্বাচনী পথসভা শেষ করেন।