দৌলতখান রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : সভাপতিদৌলতখান রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন করা হয়েছে। মতিউর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান এবং মিরাজ হোসাইন কে সাংগঠনিক সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দৌলতখান বাজার ফুড ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি- সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন ফারুক, সহ-সভাপতি মাকসুদুর রহমান বাহার, সহ-সভাপতি রাহাদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুদ্দিন মাহমুদ (১), যুগ্ম সাধারণ সম্পাদক নাজিউর রহমান মঞ্জু(২) , যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হাসিব(৩), সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান , সহ- সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসাইন,
দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, কোষাদক্ষ ফরাজি আশ্রাফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউদ্দিন সাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমিন হোসাইন, সদস্য নিরব হোসাইন, মাকসুদ আলম সুমন।
বক্তারা বলেন, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কল্যাণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাবে।
এসময় বক্তব্য রাখেন, দৌলতখান রিপোটার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহ-সভাপতি মাওলানা আশরাফউদ্দিন ফারুক, সহ-সভাপতি মাকসুদুর রহমান বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন সহ প্রমুখ।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজনৈতিক,ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।