অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ফেরী কার্নিভাল ক্রুজ-১ কে ৪০ হাজার টাকা জরিমানা

মাহে আলম মাহী ৷৷ ভোলার ইলিশা লঞ্চ ঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ইলিশা লঞ্চঘাটে দুপুর ২.০০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।
এসময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষন ইত্যাদি মনিটরিং করা হয়।
নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করায় ফেরী কার্নিভাল ক্রুজ ১ কে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, যাত্রীদের জীবনের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।