লালমোহনে বজ্রপাতে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের অনুদান

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ের প্রভাবে বজ্রপাতে নিহত মো. বাচ্চুর পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া গ্রামে নিহত বাচ্চুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আইয়ুব আলী এবং সহকারী পরিচালক মোসা. রাশিদা বেগম উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে নিহত বাচ্চুর স্ত্রী মোসা. বেগম জানান, আমার স্বামী বজ্রপাতে মারা গেছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুর পর ছোট ছোট দুই সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। তবে আমার স্বামীর মৃত্যুতে এমপি শাওনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা পেয়েছি। এছাড়া কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকেও পাঁচ হাজার টাকা অনুদান পেয়েছি। এসব অর্থ দিয়ে কিছুদিন একটু ভালোভাবে সংসার চালাতে পারবো।