সর্বশেষঃ

ভোলায় ট্রাকের জুগান ছিটকে যুবকের মৃত্যু

বনি আমিন, ইলিশা : ভোলা সদর ইলিশা ফেরীঘাটে পুল্টনের উপর থেকে রড বোঝায় ট্রাক গাড়ির চাকার নিচের জুগান ছিটকে গিয়ে গাড়ীর পিছনে থাকা জাফর (৪৭) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত জাফর কক্সবাজার জেলার চকোরিয়া থানার আবুল হাসেম ও ফরিজা বেগম দম্পতির ছেলে।
সোমবার (৮ এপ্রিল) আনুমানিক সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার সময় আহত ব্যক্তির সাথে তার ছেলে ছিলো হাসপাতালে নেওয়া অবস্থায় ওই ছেলের চোখের সামনেই বাবা মৃত্যু বরন করেন।
নিহত ব্যক্তির সাথে থাকা হেলপার বলেন, ফেরী থেকে গাড়ি নামার সময়ে গাড়ির জুগান ছিটকে দশ থেকে পনরো হাত দুরে গিয়ে গাড়ির পিছন দিয়ে যাওয়া পথচারী আরেক ড্রাইভার আহত হয়, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া অবস্থায় মৃত্যু বরন করেন, ঘটনাটি পূর্ব ইলিশার নৌ থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া ঘটনা স্থলে গিয়ে ঘটনাটি নিশ্চিত হন।
পূর্ব ইলিশা নৌ থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, ঘটনাটি নিশ্চিত হয়ে, আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।