সর্বশেষঃ

ভোলা কলেজ ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার) ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলেজ কর্মচারীদের সম্মানে ঈদ সামগ্রী বিতরণ করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রকল্যাণ ফাউন্ডেশন। রবিবার (৭ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে কর্মচারীদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন, ছাত্রকল্যাণ ফাউন্ডেশন’র জেলা সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল আমিন, কলেজ ইউনিটের সভাপতি আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল আলম নোমান, কোষাধ্যক্ষ কামরুল হাসান।
ছাত্রকল্যাণ ফাউন্ডেশন’র কলেজ সভাপতি দৈনিক ভোলার বাণী’র এ প্রতিবেদককে জানান, ঈদুল ফিতর উপলক্ষে আমরা বিগত বছরের ন্যায় এবারও কলেজ কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমরা এমন উদ্যোগ নিয়ে থাকি। ভোলা কলেজ ছাত্রকল্যাণ ফাউন্ডেশন বিগত দিনগুলোতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরাদের পাশাপাশি সহায়হীন মানুষদের সাহায্য-সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।