ভোলায় ৫শ’ জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভোলার বাণী রিপোর্ট ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ‘কাতার চ্যারিটি’র অনুদানে এবং কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে ভোলার ৫শ’ জন হতদরিদ্র, অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৬ এপ্রিল) শহরের সরকারী স্কুলের মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার শীল। ঈদ উপহার সামগ্রী হিসেবে ২ কেজি প্যাকেটজাত পোলাওয়ের চাল, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৩ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ২ কেজি চিনি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাতার চ্যারিটির স্থানীয় প্রতিনিধি মোঃ রুহুল আমিন, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল প্রমূখ।