সর্বশেষঃ

ভোলায় ৫শ’ জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভোলার বাণী রিপোর্ট ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ‘কাতার চ্যারিটি’র অনুদানে এবং কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে ভোলার ৫শ’ জন হতদরিদ্র, অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৬ এপ্রিল) শহরের সরকারী স্কুলের মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার শীল। ঈদ উপহার সামগ্রী হিসেবে ২ কেজি প্যাকেটজাত পোলাওয়ের চাল, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৩ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ২ কেজি চিনি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাতার চ্যারিটির স্থানীয় প্রতিনিধি মোঃ রুহুল আমিন, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।