সর্বশেষঃ

ভোলায় পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো বিবা। শনিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের যুগিরঘোল এলাকায় বিবা’র মানবতার দেয়াল সংস্থার কার্যালয়ের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আজকের ভোলা’র সম্পাদক মুহাম্মদ শওকাত হোসনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলা টাইমস’র প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, জাতীয় পার্টির সহ-দপ্তর সম্পাদক ইলিয়াছ, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, ভোলা টাইমস’র ব্যবস্থাপনা সম্পাদক অর্জুন চন্দ্র দে, সংবাদকর্মী আনোয়ার হোসেনসহ ভোলার ৪টি প্রিন্ট পত্রিকার সকল হকারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।