ভোলায় চিলেকোঠা’র উদ্যোগে ইফতার বিতরণ

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলায় চিলেকোঠার উদ্যোগে শহরের পথচারী, অটোচালক, পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে শহরের নবারুন সেন্টারের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাতেমা খানম ডিগ্রী কলেজের প্রভাষক খাদিজা আক্তার স্বপ্না, ব্যবসায়ী আক্তার হোসেন, সাংবাদিক ও সংগঠক মনিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, ব্যবসায়ী আরিফ উদ্দিন রনি, টিম চিলেকোঠা ভোলার নির্বাহী সাব্বির মুন্না প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন।