সর্বশেষঃ

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ র‌্যাব কর্মকর্তা জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ ২০২৪ সালের মার্চ মাসে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর ভোলা র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন। একইসঙ্গে ভোলার অস্থায়ী র‌্যাব ক্যাম্পটি র‌্যাব-৮ বরিশাল ব্যাটালিয়নের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বরিশাল র‌্যাব-৮ ব্যাটালিয়ন দরবারে তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
পুরো মাসের কাজের ওপর ভিত্তি করে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে সেরা কর্মকর্তা নির্বাচন করা হয় বলে জানান র‌্যাব-৮ এর লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম। তিনি বলেন, র‌্যাব-৮ বরিশাল বিভাগের ৮টি জেলা নিয়ে কাজ করে। জেলাগুলোর সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখে। এরপর পুরো মাসের কাজের ভিত্তিতে ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার মো. জামাল উদ্দিনকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয় এবং একইসঙ্গে ভোলার অস্থায়ী র‌্যাব ক্যাম্পটি মার্চ মাসে আভিযানিক কার্যক্রমে বরিশাল ব্যাটালিয়নের মধ্যে শ্রেষ্ঠ হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।