ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে
মনপুরায় এমপি জ্যাকবের পক্ষে শাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার মনপুরা উপজেলার ৫টি ইউনিয়নের ২ হাজার ৪শ’ অসহায়দের মাঝে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে পবিত্র ঈদ উপলক্ষে শাড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় প্রথমে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে শাড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে একইদিনে উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও হাজিরহাট ইউনিয়নে শাড়ি বিতরণ করা হয়। অপর দুইটি ইউনিয়ন ১নং মনপুরা ও ৫নং কলাতলীতে পরাবর্তীতে বিতরণ করা হবে বলে জানান উপজেলা আ’লীগের সম্পাদক জাকির হোসেন মিয়া।
শাড়ী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, ২নং হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা প্রমুখ।