ভোলায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ৯:৩০ থেকে ১টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান সভাপতি থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। জেলা ত্রাণ কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
উদ্বোধন কালে সভাপতি আরিফুজ্জামান দুর্যোগকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, দুর্যোগ পূর্বকালীন দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী অবস্থায় আমাদের প্রস্তুতি বিষয়ে করণীয়-বর্জনীয় বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সরকার শুধু মানুষের জীবনই নয়, মানুষের জীবনের পাশাপাশি তাদের জান মালের ও হেফাজত নিশ্চিত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। দুর্যোগ সময়ে মুজিব কেল্লা, সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদের নিরাপদ আশ্রয়ের নেয়ার জন্য স্বেচ্ছাসেবীদের তৎপর থাকার নির্দেশনা দেন।
ইউনিসেফ বরিশাল বিভাগের সমন্বয়কারী আনোয়ার হোসেন বিভিন্ন স্লাইডের মধ্য দিয়ে দুর্যোগে শিশু ও নারীদের বিষয়ে বিশেষ ভূমিকা নেয়ার পরামর্শ দেন। দুর্যোগ আবহাওয়া বার্তা শোনার সাথে সাথেই জেলা ও উপজেলায় কি ধরনের মিটিং করতে হবে তার একটি ড্যামী মহড়া দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কোস্টগার্ড, রেড ক্রিসেন্ট, স্কাউট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।