ভোলার ইলিশায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বাকপ্রতিবন্ধীসহ আহত-৫

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৫নং ওয়ার্ডের ইলিশা বাজার সংলগ্ম হিন্দু বাড়ীতে পুকুরে গোবর দেওয়া কেন্দ্র করে হামলায় বাকপ্রতিবন্ধীসহ ৫জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র রায় (বিপুল ডাক্তার) এর বাড়ীতে এ ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, পূর্ব ইলিশা বাজার সংলগ্ম হিন্দু বাড়ীর পুকুরে বিধান চন্দ্র (বিপুল ডাক্তার) গরুর মূলমন্ত্র দিয়ে পানি নষ্ট করেন। এতে পুকুরের পানি ব্যবহার করা হিন্দু সম্প্রদায়রা বাধা দিলে এ নিয়ে গত দুইদিন পূর্বে জগড়া-বিবাদ হয়। যা ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। ওই বিষয়ে জানতে সাংবাদিকসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি ব্যবহার করা ভগবর্তী রাণী, স্বপ্না রাণী, সুফলা রাণী, বাবুল ভক্ত, শংকর ভক্ত এর কথা শুনে গরুর মূলমন্ত্র দেওয়া বিপুল ডাক্তারের বাড়ীতে গিয়ে তাদের কাছে বিস্তারিত জানার সময় হঠাৎ বাবুল ভক্ত গ্রুপের এক নারী ওই বাড়ীতে গিয়ে কথা কাটা-কাটি করেন। এক পর্যায়ে বিধান চন্দ্র রায় (বিপুল ডাক্তার) এর সহধর্মিণী মঞ্জু রানীর সাথে হাতাহাতি শুরু হয়। এর মধ্যে বাহির থেকে বাবুল ভক্ত গ্রুপরা বিপুল ডাক্তারের বাড়ীর টিনের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সাংবাদিকদের সামনেই তা-বলীলা চালান। এতে বিধান চন্দ্র (বিপুল ডাক্তার) এর স্ত্রী মঞ্জু রাণী, বাকপ্রতিবন্ধী শ্যালক রিপন চন্দ্র দেওয়ান, অনুকুল চন্দ্র আহত হয়েছে। এ ছাড়া বাবুল ভক্ত গ্রুপের ও দুইজন আহত হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে বলে জানা গেছে।