নিরবে মানবতার কাজ করে চলছে বিবা

স্টাফ রিপোর্টার ॥ নিরবে মানবতার কাজ করে চলছে বিবা। বিবার মানবতার দেয়ালে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি, চাল, ডাল, পেয়াজ, তেল, রমজানের ইফতার সামগ্রী, পোষাক, ঔষধ ইত্যাদি প্রতি সপ্তাহের শুক্রবারে নিয়মিত বিতরণ করে থাকে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১ টার অসহায় ও দরিদ্রদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশরী জসিম উদ্দিন আরজু।
ভোলা পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক মাইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগ নেতা ইলিয়াস মিয়া, ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, বিবার সভাপতি ও চরনোয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষখ আজিজুল ইসলাম। এ সময় বিবার সাধারণ সম্পাদক শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক মনিরুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, হারুন হাওলাদার শিমুল সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, বিবা বাঁচে মানবতায়, বিবার মানবতার দেয়াল প্রতিষ্টা হওয়ার পর থেকে জনমানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। ভোলায় বর্তমানে অসহায় গরীব মানুষদের অন্যতম ভরসাস্থল বিবার মানবতার দেয়াল।