ভোলায় ৭ জেলের বিনাশ্রম কারাদন্ড

মনিরুজ্জামান ॥ ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর ইলিশ অভয়াশ্রমে মৎস্য আহরণ করা অবস্থায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর। শনিবার (২৩ মার্চ) এই নিষেধাজ্ঞার সময় মাছ শিকারের সময় ভোলা সদর থানা ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৭ জন জেলেকে আটক করে তাৎক্ষনিকভাবে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হাসান ৭ জনকে ১২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভোলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এ. এফ. এম. নাজমুস সালেহীন জানান, শনিবার সকাল থেকে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয় ও অভিযানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) তাদেরকে তাৎক্ষণিকভাবে ১২ দিনের কারাদন্ড প্রদান করেন। এসময় নদী থেকে একটি বৃহৎ হাফসা জাল ও প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়। হাফসা জালে আটককৃত ছোট জীবিত ইলিশের বাচ্চাগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়, যাদের আকার ২-৩ ইঞ্চি।