সর্বশেষঃ

ভোলায় বিবা’র ইফতার বিতরণ

শিমুল চৌধুরী ॥ ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে মানবতার সেবায় এগিয়ে চলছে “মানবতার দেয়াল’। “আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই শ্লোগানকে সামনে রেখে “দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) আয়োজনে ইফতার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২২ মার্চ) সকাল ১১টায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মো: ইলিয়াস, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিব আলম মিঠু, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক মোস্তফা কামাল। বিবা’র সভাপতি মো: আজিজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের নির্বাহী পরিচালক মো: মনিরুল ইসলাম ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন।
ভোলা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে ইফতার মাহফিলের সিদ্ধান্ত নিয়েছি। গরীব অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিবা। এরই ধারাবাহিকতায় ‘মানবতার দেয়াল’ এর কার্যক্রম শুরু হয়েছে। এই মানবতার কাজে যেভাবে সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে আশা করা হচ্ছে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী দিনগুলোতে গরীব অসহায় মানুষের সেবায় আরও অনেক কাজ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। প্রতি শুক্রবার সকাল ১০টায় এই মানবতার দেয়াল থেকে সবজী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।