সর্বশেষঃ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়ামিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত ৯ টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বশির গাজীর একমাত্র ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন ভোলা সদর মডেল থানার পুলিশ।
জানা যায়, বাসার কাছে চাচার একটি ৩তলা বিল্ডিং এর ছাঁদে ঘুরতে উঠে ইয়ামিন। ঘোরার ফাঁকে ছাদের পাশে থাকা বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যান তিনি। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়ীতে নিয়ে যায় তার স্বজনরা। একমাত্র ছেলের মৃত্যুতে গভীর শোকে শোকাহত ইয়ামিনের বাবা-মা ও তার পুরো পরিবার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।