প্রশংসায় ভাসছেন নৌ-ওসি বিদ্যুৎ কুমার

বনি আমিন, ইলিশা ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় নৌ-থানায় ওসি হিসেবে বিদ্যুৎ কুমার বড়ুয়া যোগদান করার পর থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং একের পর এক অভিযান পরিচালনা করায় প্রশংসায় ভাসছেন তিনি। যোগদানের পর থেকে নৌ-থানার এড়িয়ার চেহারা পাল্টে গেছে।
গত (২০ মার্চ) ইলিশা ফেরীঘাটে চাঁদাবাজির বিরুদ্ধে ভোলার বাণী পত্রিকায় নিউজ প্রকাশ হওয়ার পর থেকে পূর্ব ইলিশা নৌ-ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে ফেরীঘাট এবং লঞ্চঘাটগুলোতে অভিযান চালিয়েছে নৌ-পুলিশের টিম। এছাড়াও সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছেন চাঁদাবাজি বন্ধ করার জন্য। তার কাজ কর্মে সন্তোস প্রকা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে নৌ-ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, আমি আমার দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। দেশ ও মানুষের কল্যাণে সবসময় কাজ করে যবো।