সর্বশেষঃ

ফুলকুঁড়ি আসর ভোলা শহর শাখার চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক ॥ ‘পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো’ এ স্লোগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর ভোলা’র উদ্যোগে শহর শাখার আয়োজনে চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে আদর্শ একাডেমি’র হলরুমে অনুষ্ঠিত হওয়া এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর’র ভোলা জেলা সভাপতি গোলাম নবী আলমগীর।
শহর শাখার পরিচালক মুহাম্মদ সাফওয়ান’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসর’র কেন্দ্রীয় শিশু গবেষণা সম্পাদক মো. শামসুজ্জোহা হাসিব। এসময় ফুলকুঁড়ি আসর শহর শাখার সাবেক পরিচালক জাবেদ মাহমুদ ফিরোজ, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, ফুলকুঁড়ি আসর শহর শাখার শিক্ষা সম্পাদক মেহেদী হাসান সাব্বির, মিডিয়া সম্পাদক জিনান মাহমুদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান খোকাসহ সংগঠনের চৌকস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।