ভোলায় নৌ-পুলিশের হাতে ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ

বনি অমিন, ইলিশা ॥ ভোলায় নৌ-পুলিশের হাতে ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে। বুধবার সকাল ৭টার দিকে ভোলা খেয়াঘাট পল্টুনের সাথে থাকা কর্ণফূলী-১০ এর ভিতর থেকে এক বস্তা কার্টুন পেচানো অবস্থায় এ পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ হাজার টাকা। অবৈধ পলিথিন জব্দ করলেও আটক করতে সক্ষম হয়নি পলিথিন মালিকদের।
নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পাই ঢাকা থেকে ভোলাগামি কর্ণফুলী-১০ লঞ্চ যোগে কিছু অবৈধ পলিথিন আমদানি করা হয়েছে। এমন খবর পেয়ে এসআই মোহাম্মদ ইউনুছ মুন্সী এবং এস আই রাশিদুল ইসলাম রাশেদসহ নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এ অবৈধ পলিথিন আটক করতে সক্ষম হয়। কিন্তু অনেক খোঁজে খুজি করেও মালিককে পাওয়া যায় নি। জব্দকৃত অলামতের উপর আইনি প্রক্রিয়া চলেছে।