সর্বশেষঃ

ভোলায় নৌ-পুলিশের হাতে ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ

বনি অমিন, ইলিশা ॥ ভোলায় নৌ-পুলিশের হাতে ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে। বুধবার সকাল ৭টার দিকে ভোলা খেয়াঘাট পল্টুনের সাথে থাকা কর্ণফূলী-১০ এর ভিতর থেকে এক বস্তা কার্টুন পেচানো অবস্থায় এ পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২২ হাজার টাকা। অবৈধ পলিথিন জব্দ করলেও আটক করতে সক্ষম হয়নি পলিথিন মালিকদের।
নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পাই ঢাকা থেকে ভোলাগামি কর্ণফুলী-১০ লঞ্চ যোগে কিছু অবৈধ পলিথিন আমদানি করা হয়েছে। এমন খবর পেয়ে এসআই মোহাম্মদ ইউনুছ মুন্সী এবং এস আই রাশিদুল ইসলাম রাশেদসহ নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এ অবৈধ পলিথিন আটক করতে সক্ষম হয়। কিন্তু অনেক খোঁজে খুজি করেও মালিককে পাওয়া যায় নি। জব্দকৃত অলামতের উপর আইনি প্রক্রিয়া চলেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।