ভোলার বেতুয়া ঘাট থেকে-চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ
লাল তীর সীড’র সাথে জিজেইউএস’র চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ উপ-প্রকল্পের আওতায় উন্নত জাতের ঘাস চাষ, ঘাসের বাজার ও স্থানীয় পর্যায়ে ঘাসের বীজের সাব-ডিলার/হাব উন্নয়ন করার লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য বীজ কোম্পানি ‘লাল তীর সীড লিমিটেড’ এর সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সাথে চুক্তি সম্পন্ন করা হয়। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, লাল তীর সীড লিমিটেড এর এরিয়া ম্যানেজার মোঃ আফাজ উদ্দিন। পরিশেষে ঘাসের বীজ সম্প্রসারণে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন তারা।