সর্বশেষঃ

অগ্নিঝরা ১৯ মার্চ

ডেস্ক রিপোর্ট ॥ অগ্নিঝরা মার্চের উনিশ তম দিন আজ। ১৯৭১ সালের এই দিনে ঘটেছিলো কিছু স্মরণীয় ঘটনা যেগুলো বাঙালির স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার লুকিয়ে আছে এই মার্চ মাসের ভেতরেই। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ।
* জয়দেবপুরে জনতায়-সেনাবাহিনী সশস্ত্র সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ জনতার ওপর উস্কানিমূলক হামলায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এলাকায় কারফিউ জারি করা হয়। সেনাবাহিনীর এমন কর্মকা-কে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
* শেখ মুজিবুর রহমান-ইয়াহিয়া খানের তৃতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের বৈঠকে ইয়াহিয়া খান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
* ভারতের সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ বলেন, মুজিবকে সমর্থন দেওয়া গণতন্ত্রে বিশ্বাসী বিশ্ববাসীর অবশ্য কর্তব্য। চলমান অসহযোগ আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, ‘গান্ধিজীর পরে শেখ মুজিবুর রহমানই এতখানি বিশাল আয়তনে অহিংস শক্তি প্রদর্শনের ক্ষমতা লাভ করিলেন’। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান যেরূপ সাফল্যের সহিত জনসাধারণকে সর্বাত্মক ঐক্যে তাহার পশ্চাতে কাতারবদ্ধ করিতে সক্ষম হইয়াছেন, সমগ্র ইতিহাসে অন্য কোনও নেতার জীবনে এরূপ দৃষ্টান্ত খুঁজিয়া বাহির করা খুবই দুষ্কর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।