সর্বশেষঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন

রাজাপুরে মোশারেফ হোসেন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে রাজাপুরে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাজাপুর একটি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে শত শত মানুষ অংশ নিয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন বলেন, আমি গত ১০ বছর যাবৎ আপনাদের সেবা করে আসছি। আমার বাড়ী কাচিয়াতে হলেও রাজাপুর আমার আত্মার সাথে মিশে আছে। রাজাপুরের মানুষ বলতে পারবে না, আমার কাছে কোন বিষয় নিয়ে খালি হাতে ফিরে এসেছে। আমি সব্বোর্চ চেষ্টা করেছি রাজাপুরসহ ভোলা সদরের মানুষের উপকার করার।
মোশারেফ হোসেন আরো বলেন, আমি যে ভাবে আপনাদের জন্য দিনরাত কাজ করেছি আপনারা আসন্ন উপজেলা নির্বাচনে আমার জন্য কাজ করবেন। আপনারা আমার জন্য করবেন দুই-এক মাস আর আমি করবো ৫ বছর ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেন, রাজাপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।