১৭ মার্চ উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের নানা কর্মসূচী

শরীফ হোসাইন ॥ আজ ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাঙালি জাতির প্রাণ পুরুষ শতাব্দীর মহানায়ক এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত এলইডি স্ক্রীনে বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপরে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র সম্প্রচার। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনি ও পুরস্কার বিতরণ। দুপুরে সকল মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত/শান্তি কামনায় বিশেষ প্রার্থণা এবং সুবিধামত সময়ে হাসপাতাল, কারাগার, সরকারী শিশু পরিবার, প্রতিবন্ধী স্কুল ও এতিমখানায় মিষ্টান্ন বিরতণ এবং উন্নতমানের খাবার বিতরণ। দিবসের সকল কর্মচসুচীতে সবান্ধবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান।