সাদেক মিয়ার দাফন সম্পন্ন

মোঃ শাহীন কাদের ॥ ভোলা উকিলপাড়া গোরস্থান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইশা আন্দোলন ভোলা জেলার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ছাদেক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় যুগিরঘোল ঈদগাহ মাঠে জানাযা শেষে গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী, পেশাজীবী ও সকল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মরহুম সাদেক মিয়া বৃহস্পতিতিবার সকাল ৬-৩০ মিঃ এর সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।