তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ভিজিএফ’র ২৪ বস্তা চাউল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ভোলার তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ভিজিএফ’র ২৪ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রবিউলের ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার কৃত চাল জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের হেফাজতে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, অবৈধভাবে মজুদ করা জেলেদের পূর্ণবাসনের ৭২০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। কিভাবে এক ব্যক্তির বসত ঘরে এই চাল আসলো আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।