সর্বশেষঃ

ভোলার রাজাপুরে বিনামূল্যে খামারিদের মাঝে কাফ স্টার্টার ফিড বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার রাজাপুরে খামারিদের মাঝে বিনামূল্যে কাফ স্টার্টার ফিড বিতরণ করা হয়েছে। ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) এর “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায় ফিডগুলো বিতরণ করা হয়।
এছাড়াও মহিষ ও গরু পালনকারী খামারিদের কাফ স্টার্টার ও রেডিফিডের কার্যকারীতা পরীক্ষার জন্য প্রদর্শনী উন্নয়নে আলোচনার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি ছিলেন সংস্থার উপ-পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সাইফুল ইসলাম, ডাঃ তৈয়বুর রহমান, সুশংকর দে সুক্ত, নারিশ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিব ও কামরুজ্জামানসহ আরএমটিপি কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে ১০ জন মহিষ খামারিকে মহিষের বাচ্চাদের খাওয়ানোর জন্য কাফ স্টার্টার ফিড প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।