ভোলার রাজাপুরে বিনামূল্যে খামারিদের মাঝে কাফ স্টার্টার ফিড বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার রাজাপুরে খামারিদের মাঝে বিনামূল্যে কাফ স্টার্টার ফিড বিতরণ করা হয়েছে। ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) এর “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায় ফিডগুলো বিতরণ করা হয়।
এছাড়াও মহিষ ও গরু পালনকারী খামারিদের কাফ স্টার্টার ও রেডিফিডের কার্যকারীতা পরীক্ষার জন্য প্রদর্শনী উন্নয়নে আলোচনার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি ছিলেন সংস্থার উপ-পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সাইফুল ইসলাম, ডাঃ তৈয়বুর রহমান, সুশংকর দে সুক্ত, নারিশ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিব ও কামরুজ্জামানসহ আরএমটিপি কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে ১০ জন মহিষ খামারিকে মহিষের বাচ্চাদের খাওয়ানোর জন্য কাফ স্টার্টার ফিড প্রদান করা হয়।