ভোলার জব কোচিং Career Mentor’s থেকে সহকারী শিক্ষক হলেন ৮ জন

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। যার মধ্যে ভোলা জেলায় উত্তীর্ণ সংখ্যা ১২২ জন । এদিকে ভোলার নির্ভরযোগ্য জব কোচিং Career Mentor’s থেকে সহকারী শিক্ষক পদে মনোনীত হয়েছেন ৮ জন শিক্ষার্থী । যা ভোলার জব কোচিংগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ । কোচিং-এর পরিচালক, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের কোচিং থেকে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে ১৫৭ জন শিক্ষার্থী, মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয় ৩৬ জন। এখন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে ৮ জন শিক্ষার্থী। তারা হলেন, সোনিয়া আক্তার, ঝুমা বেগম, হাবিবা আক্তার, জোবায়দা আক্তার, শিরিন বেগম, সুরমা আক্তার, মাহমুদুল হাসানম, মুক্তা হাওলাদার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।