ভোলায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় মাদক বিরোধী অভিযানে সোমবার দুপুরবেলায় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ২ কেজি গাজা সহ আটক করে ইলিশা তদন্ত কেন্দ্র একটির টিম। আটকৃত শাহাবুদ্দিন, সাং- কাচিয়া, ০৯নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলা, বর্তমান ঠিকানা বাসা-এল ব্লক, সাং- বিশ্ব ব্যাংক কলোনী, উত্তর পাহাড়তলী, ডাকঘর-ফিরোজশাহ, ৪২০৭, থানা- খুলশী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পিতা-আবুল কাসেম এর ছেলে বলে জানা যায়।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের মাধ্যমে অদ্য সোমবার দুপুর ১৫ : ৪৫ ঘটিকার সময় সঙ্গীও ফোর্সসহ ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের প্লটনের উপর ২ কেজি গাঁজাসহ মোঃ শাহাবুদ্দিন (২৮) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু প্রক্রিয়াধীন।