ভোলায় আনন্দ টিভি’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় জাঁক-জমকপূর্ণভাবে আনন্দ টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকাল ১১ টায় শহরের ধানসিঁড়ি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালীর মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়। আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল এর আয়োজনে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদ রহমান এর সভাপতিত্বে ও দৈনিক ভোলার বাণী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এ সময় কোরআন তিলাওয়াত করেন ভোলার বাণীর বাংলাবাজার প্রতিনিধি এইচ এম এরশাদ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির ভোলা প্রতিনিধি ও দৈনিক জনতার বাণী ডটকম’র সম্পাদক এম রহমান রুবেল।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ভোলা চেম্বারের পরিচালক মোঃ শফিকুল ইসলাম। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন ভোলার প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং দ্বীপবাণী পত্রিকার সম্পাদক এম এ তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, ভোলা বাজুস’র সাধারণ সম্পাদক অবিনাশ নন্দি, ভোলা কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলা বারের দূর্নীতি দমন কমিশনের পিপি ও দৈনিক আজকের ভোলার নির্বাহী সম্পাদক এডভোকেট শাহাদাত শাহীন, চ্যানেল আই ভোলা প্রতিনিধি হারুন-অর-রশিদ, বনিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, বাসস’র স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, ভোলার বাণী’র বিশেষ প্রতিনিধি শাহীন কাদের, সহ-সম্পাদক ইমরান হোসাইন, নিউজ ইনচার্জ শরীফ হোসাইন, আজকের ভোলা’র সহযোগী সম্পাদক শাহরিয়ার ঝিলন, গ্লোবাল টিভির প্রতিনিধি অনিক আহমেদ, দেশের কণ্ঠের প্রতিনিধি মনসুর আলম, ভোলা টাইমসের বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন দিনকাল ভোলা প্রতিনিধি মিজানুর রহমান, জনতার বাণী’র নির্বাহী সম্পাদক জামিল হোসেন, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার মেজবাহ উদ্দিন টুটুল, রিপোর্টার আরিফ হোসেন, এশিয়ান টিভির রিপোর্টার অনন্ত হাসান মাসুদ, রাজধানী টিভির প্রতিনিধি নীরব, ভোলা টাইমসের স্টাফ রিপোটার হারুন শাহ, ঢাকা মেইল এর জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশ, ভোলা পোস্টের সিও সোহেল, ভোলা টাইমস’র স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ, বাংলাদেশ জনপদ ডটকমের নির্বাহী সম্পাদক আমির হামজা, দৈনিক জনতার বাংলাদেশ ডটকম’র সম্পাদক দাউদ ইব্রাহিম, ভোলার সময়’র রিপোর্টার মেশকাত আহমেদ, রিয়াজ হোসেন শান্ত, ভোলার বাণী’র ইলিশা প্রতিনিধি বনি আমিন, গ্রীণ টিভি’র প্রতিনিধি মহিউদ্দিন আহমেদসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়িার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ‘হৃদয়ের কথা বলে’ শ্লোগানে আনন্দ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এটি নির্যাতিত, নিপীড়িত মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। ইতিমধ্যে আনন্দ টিভি ভোলার মানুষের সমস্যা-সম্ভাবনা এবং মানুষের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরে হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। এটি একমাত্র সম্ভব হয়েছে ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল এর মাধ্যমে। আলোচনা শেষে সকলে মিলে আনন্দ টিভি’র ৬ষ্ঠ বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।