ভোলায় রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইলিশায় গণমিছিল

বনি আমিন, ইলিশা ॥ মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান। ২নং ইলিশা ইউনিয়নের এলাকাবাসি ও ধর্মপ্রাণ মুসলমানেরা রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রবিবার (১০ মার্চ) মাগরিব নামাজের পরপরই ইলিশা ফেরীঘাট মসজিদ সংলগ্ন থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি জংশন বাজার, পন্ডিদের হাট, মাদ্রাসার রোড, মাছ বাজারের উপর দিয়ে এসে ইলিশা ঘাটে এসে মিছিলটির সমাপ্তি হয়। মিছিলে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন এলাকার মানুষ বিকেল বেলায় ফেরীঘাটে আগমনের দেখা মিলে।
দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিগণ। রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে দেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসলমানেরা।
এদিকে পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়ে ২নং ইলিশা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাহেদ আলি জমাদার বলেন, আসুন আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সব রকম কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকলস্তরে প্রতিষ্ঠা করি।
মিছিল সমাপ্তির পর আলেমরা বক্তব্য রেখে বলেন, দীর্ঘ ১১ মাসের পাপ থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় এই রমজান। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় এক বিরাট সাফল্য সৃষ্টি হয়। রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল।