বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
নৌ-পুলিশ এবং মৎস্য’র যৌথ অভিযান
ভোলায় ৪২ জেলের জেল-জরিমানা ॥ ১১ লক্ষ মিটার জাল জব্দ
নৌ-পুলিশ এবং মৎস্য’র যৌথ অভিযান
বনি আমিন, ইলিশা ॥ ইলিশ অভয়াশ্রম বাস্তবায়িত করার লক্ষ্যে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। উক্ত নিষেধাজ্ঞা অমান্যকারীকে ১ থেকে ২ বছর সশ্রম কারাদ- প্রদান এবং ৫ হাজার টাকা জরিমানাসহ উভয়দন্ডে দন্ডিত করা হয়।
আর এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য ভোলার পূর্ব ইলিশার নৌ-পুলিশের টিম এবং মৎস্য কর্মকর্তারা মেঘনা নদীতে একসাথে যৌথ অভিযান পরিচালনা করে। মার্চের ১ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত চলমান অভিযান চালিয়ে ৪৫ জেলে আটক এবং ১১ লক্ষ মিটার জাল জব্দ করেন পূর্ব ইলিশা নৌ-পুলিশের টিম। আটককৃত ৪৫ জেলের মধ্যে ৩ জনকে দুইটি নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। এদের মধ্যে ২৬ জন জেলের প্রত্যেককে ৭দিনের কারাদন্ড এবং ১৬ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ বিষয়ে পূর্ব ইলিশা নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন বাস্তবায়ন করার জন্য নৌ-পুলিশের টিম সার্বক্ষণিক কাজ করে যাবেন।