সর্বশেষঃ

লালমোহনে বাজার মনিটরিংয়ে অ্যাসিল্যান্ড

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোলার লালমোহনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের গুনগত মান রক্ষা, অবৈধ মজুদ বন্ধ ও সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।
ঊুধবার (৬ মার্চ) দুপুরে লালমোহন বাজারের মুদি, বেকারি, খেজুর ও গোসতের দোকানগুলো পরিদর্শন করেন তিনি। এসময় একটি ক্রোকারিজে মেয়াদোত্তীর্ণ বিস্কুট থাকায় সেগুলো ধ্বংস করা হয় এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মূল্য তালিকা বাধ্যতামূলক করা, পণ্যের গুনগত মান রক্ষাকরণ ও অবৈধ মজুদ না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসাথে বাজারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে জনভোগান্তি সৃষ্টিকারীদেরকেও সতর্ক করা হয়। এসময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।