ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

ইয়ামিন হোসেন ॥ আসন্ন ভোলা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ভোলা সদরের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে বাজারে প্রচারণা ও শুভেচ্ছা বিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলা সদর উপজেলা পরিষদের আওতাধীন ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা। জেলা সদরের গুরুত্বপূর্ণ এ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন। তিনি পরপর ২ বারের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই তার কর্মী-সমর্থকরা আশাবাদী যে সফলতার সাথে ২ বারে উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি ছিলেন এবং বর্তমানে ও আছেন। তিনি দীর্ঘ বছর মানুষের পাশে থেকে কাজ করেছেন। সে হিসেবে ভোটাররা এবারো মোশারেফ হোসেনকে তৃতীয়বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে-প্রান্তরে ও হাটে বাজারে গণসংযোগ, প্রচার-প্রচারণা করে যাচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুস। তিনি তিনবারের ভাইস চেয়ারম্যান। দীর্ঘ কয়েক বছরে জনপ্রতিনিধি হিসেবে তিনি ভোলা সদর উপজেলার মানুষের পাশে ছিলেন। সে হিসেবে সাধারণ ভোটাররা আলহাজ্ব মোহাম্মদ ইউনুসকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে এমন প্রত্যাশা তার কর্মী-সমর্থকদের।
উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রচারণা চালাচ্ছেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাঠে প্রচারণা করে যাচ্ছেন এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী, শ্রমিকলীগ নেত্রী রাবেয়া বশরী ও ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন পাটোয়ারীর স্ত্রী ফারহা আকতার নিশা।
এদিকে সাধারণ ভোটার ও সচেতন মহলের সাথে কথা বলে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় এবং মাঠে যে প্রার্থীরা রয়েছেন। তারা ভোলার পরিচিতো মুখ। যেহেতু দলীয় প্রতিক নেই সে হিসেবে প্রতিযোগিতামূলক নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। অন্যদিকে বিএনপি উপজেলা নির্বাচনে আসবে না কেন্দ্র থেকে এমন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিবে কিনা এমন কোন তথ্য পাওয়া যায়নি।