ভোলায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম
হলুদ সাংবাদিকতা প্রতিরোধে পেশাদার সাংবাদিকদের ডাটাবেজ’র কাজ চলছে

ভোলায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম
ভোলার বাণী রিপোর্ট ॥ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেছেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে পেশাদার সাংবাদিকদের ডাটাবেজ’র কাজ চলছে। ডাটাবেজ এর কাজ সমাপ্ত হলে হলুদ সাংবাদিকতা কমে আসবে। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজের হলরুমে ‘হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন।
প্রশিক্ষণ কর্মশালায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উপর বিশদভাবে আলোচনা করেন প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। প্রশিক্ষণের উন্মুক্ত আলোচনায় ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।