সর্বশেষঃ

ঢাকায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও হতাহতদের স্মরণে ভোলায় আলোচনা ও শোক র‌্যালী

ভোলার বাণী রিপোর্ট ॥ ঢাকার বেইলি রোডের গ্রীণ কোজি কটেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও হতাহতদের স্মরণে ভোলায় আলোচনা সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা শাখার আয়োজনে মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে নিহত ও হতাহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এম এ তাহের, জেলা এইচআরডিএফ এর সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিক উল্লাহ, হাফেজ বনি আমিন, শিল্প মনির চৌধুরী, শিক্ষক কামরুল হাসান প্রমূখ। আলোচনা সভা শেষে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে শহরে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।