সর্বশেষঃ

ভোলায় ৩ মাস ব্যাপী কেয়ার গিভার প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ৩ মাস ব্যাপী কেয়ার গিভার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন ডাঃ কে এম সফিকুজ্জামান।
প্রশিক্ষণে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা করছেন ইউরোপিয় ইউনিয়ন ও পিকেএসএফ। রবিবার সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (এডভোকেসি ট্রেনিং এন্ড কমপ্লায়েন্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ আজাদ হোসেন, জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটের অধ্যক্ষ সাধন পাল। অনুষ্ঠান পরিচালনা করেন ইনিস্টিটিউটের ইন্সট্রাক্টর ডাঃ মানসুর আলম। প্রশিক্ষণে কোডেক, উন্নয়ন ও জিজেইউএস এর পিপিইপিপি-ইইউ প্রকল্পভুক্ত পরিবারের ১৫ জন সদস্য অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।