বর্ণিল আয়োজনে ভোলা কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার) ॥ বর্ণিল আয়োজনে ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আয়োজনে ছায়াবীথি মঞ্চে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ ও সদ্য সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন ও প্রভাষক মো. এরশাদ। পরে কলেজ মাঠেই শুরু হয় পিঠা উৎসব।
কলেজের ১৮টি বিভাগ’সহ সর্বমোট ২০টি স্টলে ভাপা, পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা প্রদর্শিত হয়। দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন বয়সের মানুষ পিঠার স্বাদ গ্রহন করেন। একই স্থানে বিকাল পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের প্রত্যয়, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন। এসময় শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান’সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।