সর্বশেষঃ

ভোলায় নজরুল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার) ॥ ভোলায় প্রাথমিক পর্যায়ে পর-পর ৩ বারের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।
প্রধান শিক্ষক মোসা. সাহিদা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ চ্যাটার্জী’র সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। আমন্ত্রিত অতিথি ছিলেন মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, সহকারী শিক্ষা অফিসার শিরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা’র পতœী লিমা সাহা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আলমগীর হুসাইন পতœী শিরিন সুলতানা, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অবিনাশ নন্দী প্রমূখ। পরে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী মঞ্চে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার এজাজুল হক। এসময় চর জাঙ্গালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সমশের আলী, নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, সুমা আক্তার, সালমা শারমিন সুরভী, শিরিন সুলতানা, ইসমত জাহান, শ্রুভ্র শেখর দে’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।