লালমোহনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার লালমোহনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি বের হয়ে একই যায়গায় গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোগাহ ঘোষ, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব আলী, পরিসংখ্যান সহকারী মো. আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ফরহাদ হোসেন মুরাদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ বছর জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান”।
আলোচনায় বক্তরা বলেন, স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। এর উদ্দেশ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে তৃনমূল পর্যায়ে জনসাধারণের সম্পৃক্ততা আরো বাড়ানো।