নানা আয়োজনে ভোলা সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

মেসকাত আহমেদ : ভোলা সরকারি কলেজে ভাষা বীরদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে কলেজের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন ও প্রভাষক শিমুল কান্তি মন্ডল’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর । বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন । প্রধান অতিথি’র বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর বলেন, পাকিস্তান সামরিক সরকার পূর্ব বাংলায় শাসন ও শোষণের নীল নক্সা বাস্তবায়নে বাংলা ভাষার উপর বারংবার আঘাত হানে । মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য সালাম, রফিক, জব্বার, বরকত’সহ যারা জীবন উৎসর্গ করেছিলেন, আজকের এই ঐতিহাসিক দিবসে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এসময় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রাজা রাশেদ আলমগীর, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অমিত পার্থ দাশ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইকবাল হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান বিধান কৃষ্ণ দাশ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এস. এম মনিরুল হোসেন রাশেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জামাল উদ্দিন’সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।