গাজীপুরে কালিগঞ্জ উপজেলায় মহান ২১শে ফেব্রুয়ারি উদযাপন

এনজিও বিষয়ক প্রতিনিধি: আজ আজ বুধবার (২১শে ফেব্রুয়ারি) গাজীপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলায় কর্মরত এনজিও ফেডারেশন অফ বাংলাদেশ (FNB) এর পক্ষ থেকে একটি র্যালি বের করে, র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে এসে শেষ হয়।
কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার ,অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ, উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ,এবং এফএনবি সদস্যবৃন্দ সহ সকল শ্রেণীর পেশার মানুষ মহান অমর একুশের প্রথম প্রহরে ৫২’র ভাষা আন্দোলনের বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিল কারিতাস,ব্যুরো বাংলাদেশ,ডরপ,ব্র্যাক,পদক্ষেপ,দিশা, আশা, সেবা, এসএসএস, সিএসএস, সিসিডিএ, টিএমএসএস, রিক,সেতু, ডিএসকে, সাজেদা ফাউন্ডেশন, ইএসডিও, শক্তি ফাউন্ডেশন, এনকেএস,উদ্দীপন সিডাব পল্লী বিকাশ কেন্দ্র.দি লেপ্রসি মিশন সহ গনমাধ্যম কর্মীবৃন্দ।