ভোলায় সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আলোচনা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ ‘জাগ্রত মানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টায় ভোলার বাংলাবাজার সংলগ্ন ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে উদীয়মান সাধারণ ছাত্রমহলের উদ্যোগ পরিচালিত সামাজিক সংগঠন সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের শীর্ষ একাংশ ছাত্রবৃন্দ। এ সময় তারা ফাউন্ডেশনের নানা ইতিবাচক বিষয়ে আলোচনা করেন।
তারা বলেন, একটি সমাজকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সবকিছুর প্রতি সুনজর থাকতে হবে। কাউকে ছোট চোখে দেখা বা অবহেলিত করে পরিপূর্ণ সমাজ গঠন হয়না। একটি উদীয়মান ছাত্রমহলের দ্বারাই পরিবর্তন হতে পারে সামাজিক অবক্ষয় ও বঞ্চিত মানবতা। অসহায় এতিম ও প্রতিবন্ধীদের প্রতি দায়বদ্ধতা থাকা বিত্তবান শ্রেণীর মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিত্তবান শ্রেণীর মানুষের সাথে একযোগে এগিয়ে এসে তাদের পাশে দ্বাড়াতে চাই। আমরা রক্তদান কর্মসূচিসহ সার্বিক ক্ষেত্রে সেবামূলক কার্যক্রমে অংশ নিতে আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব।
ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হাসনাইন বেপারি বলেন, ছাত্র মহলই পারে সকল শ্রেণির মানুষের ভেদাভেদ দূর করতে। মানুষ মানুষের জন্য ভালোবাসার বন্ধন সৃষ্টি করা। তাহলে জেগে থাকবে ইতিবাচক সামাজিক মূলনীতিগুলো।
ফাউন্ডেশনের সহ-সভাপতি হাসনাইন মাহমুদ হাসান বলেন, আমরা সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থাকব এবং আঞ্চলিক প্লাটফর্মে সামাজিক কার্যক্রম তরান্বিত করতে জোড়ালো চেষ্টা করব। অপর সহ-সভাপতি মাইনুল হোসেন মোল্লা বলেন, আমরা এ পর্যন্ত ১২ জন রোগীকে রক্তদান করতে সক্ষম হয়েছি।শিশুদের মাঝে কুরআন বিতরণ ও প্রতিবন্ধী এক ভাইয়ের পাশে দ্বাড়াতে পেরেছি। এটা আমাদের বড় অর্জন। এরকম ছোট ছোট মানবিক কাজে শরিক হতে পারে আমরা গর্বিত।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ছাইফী বলেন, আমরা অতি শীগ্রই সকল বন্ধুদের সঙ্গে কথা বলে জোন আকারে সামনে আরো কিছু উদ্যোগ গ্রহণ করছি। ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ছাড়াও মানবিক কাজে নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি এবং এ সেবাগুলো সকলের আপনাদেরই পরিশ্রমে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা হাঁটি হাঁটি পা করে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারব। এ জন্য সকলের সহযোগিতা ও মতামত প্রকাশ প্রয়োজন।
ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, সবাই একতাবদ্ধ হয়ে সমাজের বাস্তবতা অনুধাবন করে সেবামূলক কাজকে আমরা এগিয়ে নিব।এ জন্য আমাদের অক্লান্ত পরিশ্রমে বিশ্বাসী হতে হবে। তাহলেই আমরা মানবতার কল্যাণে ভুমিকা রাখতে পারব।
এসময় আরো অন্যন্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অন্যতম কার্যকরী সদস্যবৃন্দ। তারা পরিশেষে সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং নিঃস্বার্থভাবে ছোট ছোট মানবিক কাজে সবসময় পাশে ও সাথে থাকার অঙ্গিকার গ্রহণে একাত্মতা প্রকাশ করেন।