সর্বশেষঃ

ভোলায় পুলিশ’র নিয়োগের সংশোধিত সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ভোলা জেলা পুলিশ। বুধবার ভোলা ডিস্ট্রিক্ট পুলিশ এর ফেইসবুক পেজ থেকে এ সংশোধিত সময়সূচি পোস্ট করা হয়। ওই পোস্টে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করার কথা থাকলেও পরবর্তীতে সংশোধিত তারিখ হিসেবে ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে উল্লেখ রয়েছে। তবে লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।


জানা যায়, এ বছর জেলায় ৪৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হবে। সরকার নির্ধারিত ১৬০ টাকা ফি ব্যতিত অন্য কোনো অবৈধ লেনদেন করা থেকে বিরত থাকতে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। বিভিন্ন প্রয়োজনে বা নিয়োগ সংক্রান্ত কোনো অভিযোগ জানাতে জেলা পুলিশের ০১৩২০-১৫২১৮১, ০১৩২০-১৫২৪৪১ ও ০১৩২০-১৫৩০৯৮ এই কয়েকটি নাম্বারে কল দিয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।