ভোলা টাইমস্’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম রহমান রুবেল ॥ ‘সত্য প্রকাশে অদম্য সাহসী’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে ১০ পেরিয়ে ১১ তে পদার্পন করলো ভোলার জনপ্রিয় পত্রিকা ভোলা টাইমস্। কেককাটা, আলোচনা সভা, গুনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভোলা টাইমস্ েনিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয় ভোলা টাইমস্ েপ্রতিষ্ঠাবার্ষিকী।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন, প্রবীণ সাংবাদিক ও দ্বীপবাণী পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের। সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও সমাজকর্মী মোবাশির উল্যাহ চৌধুরী, ভোলা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাবেক সিভিল সার্জন ডাঃ এটিএম মিজানুর রহমান, ভোলা সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, লেখক ও বিজ্ঞানী ড. ধনঞ্জয়, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, প্রভাষক রেহানা ফেরদৌসসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ভোলা টাইমস্ এর শুভানুধ্যায়ীরা।
ভোলা টাইমস এর নির্বাহী সম্পাদক তুহিন খন্দকারের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় ভোলা টাইমস্ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা স্বাগত বক্তব্য প্রদান করেন। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে ভোলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আল আমিন শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক আব্দুস সহিদ তালুকদার, ভোলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশের ভোলা জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, দৈনিক ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি এইচ এম জাকির, দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা, আনন্দ টেলিভিশনের ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক আহাম্মেদ, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার দাউদ ইব্রাহিম সোহেল, দৈনিক ভোরের দর্পন এর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার বোরহানউদ্দিন উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন বলেন, আগের চেয়ে গণমাধ্যম এখন আরো বেশি স্বাধীন ও নিরপেক্ষ। জাতীয় পত্রিকার পাশাপাশি স্থানীয় পত্রিকাগুলোর মাধ্যমে আমরা জেলার বিভিন্ন সংবাদ জানতে পারি। তিনি ভোলা টাইমস্’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ভোলা প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট নজরুল হক অনু শুভেচ্ছা বক্তব্যে তিনি ভোলা জেলার সাংবাদিকতার ইতিহাস সম্পর্কে আগত অতিথিদের ধারণা দেন। সাংবাদিকদের কাজের বিভিন্ন দিক তুলে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
ভোলা জেলা ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনি না হলে এতো সহজে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারতো না।
ভোলা উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম তার বক্তব্যে সাংবাদিক ও সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। আগত অতিথিরা কেক কেটে পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী জিন্নাহ (রাজিব) কে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শেষ দিকে বিশিষ্ট জনদের সম্মন্ননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ভোলার প্রবীণ ও প্রথম সাংবাদিক মোঃ আবু তাহেরকে ভোলা টাইমস্’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলার জনপ্রিয় উপস্থাপক ও শিল্পী তালহা তালুকদার বাঁধন।
অনুষ্ঠানে ভোলা টাইমস্’র ব্যবস্থাপনার সম্পাদক এ.সি.ডি. অর্জুন, বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, ডেস্ক ইনচার্জ বাদল রায়, সিনিয়র স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন রাজু, স্টাফ রিপোর্টার ইউসুফ হোসেন নিরব, আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ হাসনাইন আহাম্মেদ, আমির হাজমা, বাবুল রানা, অনন্ত হাসান মাসুদ, ভেদুরিয়া ইউনিয়ন প্রতিনিধি মোঃ জুয়েল, ক্রাইম রিপোর্টার আবুল কালাম আজাদ, রাজাপুর প্রতিনিধি মো: মনির, শহর প্রতিনিধি মুন, ফটো সাংবাদিক শান্ত সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।