শহীদ পরিবারের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণের দাবী
(ফাইল ছবি)

মোঃ মনজুর রহমান কামরুল ॥ ভোলা সদর থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের মুক্তিযোদ্ধা শহীদ সালাম পরিবারের পক্ষ হতে সরকারের উপহারকৃত একটি শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানান শহীদ সালামের বড় ভাই আলহাজ্ব আবদুল মতিন। তিনি জানান, স্বাধীনতাযুদ্ধে ভাইকে হারিয়েছি, বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আমার ভাইয়ের নামে শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেখানে নেই কোন শহীদ মিনার। শহীদ মিনার না থাকাতে ইউনিয়নের শিক্ষার্থীরা বিশেষ দিবসগুলোতে অংশগ্রহন থেকে বঞ্চিত থাকছে। উত্তর দিঘলদী ৭০নং সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয় দুটি প্রতিষ্ঠান যেহেতু একই জায়গায় অবস্থিত, তাই এই দুটি সমন্বিত স্কুলের জন্য মাঠে একটি শহীদ মিনার নির্মাণের দাবী জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী।